আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এ জন্য ১৩ সদস্যর শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালে সফরটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সে সময় আসেনি অষ্ট্রেলিয়া দল।
সে সময় অস্ট্রেলীয় সরকার এক সতর্কবার্তায় বলেছিল, নির্দিষ্ট করে ঠিক সফরের ওই সময়টি উগ্রবাদীদের অস্ট্রেলীয় ‘স্বার্থে’র ওপর জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। ফলে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
তবে এ বছরের শুরুতেই বাংলাদেশে সফরের নিশ্চয়তা দেয় অস্ট্রেলিয়া। সে প্রতিশ্রুতি পূরণে আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের মূল বোলিং ভরসা মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশে আসছে স্টিভ স্মিথের দল।
এছাড়া চোট থেকে মাত্র ফেরা স্টার্ককে পুনর্বাসনের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত। ভারতে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড গড়া বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফেরও জায়গা হয়নি দলে। দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট।
অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন, জেমস প্যাটিনসন।
সফর সূচি:
প্রস্তুতি ম্যাচ
২২-২৩ আগস্ট, ফতুল্লা
১ম টেস্ট
২৭-৩১ আগস্ট, ঢাকা
২য় টেস্ট
৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম