জেলার সদর উপজেলাধীন যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া কাউলিয়া এলাকায় বুধবার ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও তার সহযাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম শাওন খান (২৮) বলে জানা গেছে। সে একজন মেডিক্যাল প্রমোশন অফিসার এবং জেলার দিহি গ্রামের আসাদুজ্জামান খানের পুত্র।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, গতকাল সন্ধ্যা ৭টায় খুলনাগামী একটি দ্রুতগামী ট্রাক একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক শাওন নিহত এবং তার সহযাত্রী সজল আহত হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়। বাসস
