Home 20 জাতীয় 20 বিএনপি- আ.লীগ দেশে অশান্তির জন্য মূল দায়ী :এরশাদ

বিএনপি- আ.লীগ দেশে অশান্তির জন্য মূল দায়ী :এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন সর্বক্ষেত্রেই বিপর্যয় চলছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন খুন-গুমের ঘটনা ঘটেই যাচ্ছে। দুর্ঘটনা-প্রাকৃতিক দূর্যোগে মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ অসহায়ভাবে জীবন-যাপন করছে। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের নিয়ে ব্যস্ত। তিনি দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার তার বনানীর কার্যালয়ের মিলনায়তনে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম মুফতি ফিরোজ শাহ্’র জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুফতি ফিরোজ তার ৮৭ জন অনুসারী ও দলীয় কর্মী নিয়ে এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য মেজর (অব.) খালেদ আখতার, পার্টির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, কেন্দ্রীয় নেতা এস.এম. মুশফিকুর রহমান এবং যোগদানকারী নেতা হাকীম মুফতি ফিরোজ শাহ প্রমুখ।
এসময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহজাদা, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, অ্যাডভোকেট জহিরুল হক, হেলাল উদ্দিন, কর্নেল সাব্বির আহমেদ, ওলামা পার্টির সাধারণ সম্পাদক এস.এম. জুবায়ের, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিরু, মিলটন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, বিএনপি-আওয়ামী লীগ দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। কারণ তারাই এই অশান্তির জন্য মূল দায়ী। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে জাতীয় পার্টিকেই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, দীর্ঘ ২৭ বছর আমরা ক্ষমতার বাইরে। আমাকে ও জাতীয় পার্টিকে নিঃশেষ করার অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি আল্লাহর রহমতে এখনও বেঁচে আছি। জাতীয় পার্টি এখনও বৃহৎ রাজনৈতিক শক্তি। যারা আমাকে ও আমার দলকে নিঃশেষ করতে চেয়েছিলো তারাই আজ নিঃশেষ হতে চলেছে। অবিচার ও অত্যাচারিকে আল্লাহ পছন্দ করেন না। তার ফলাফল একদিন না একদিন তাকে ভোগ করতেই হবে।
এরশাদ বলেন, আমার মনে মধ্যে শক্তি আছে। আমি সুস্থ আছি সারা দেশ চষে বেড়াচ্ছি। বার্ধক্য আমাকে স্পর্শ করেনি। আমি নিজেকে যুবক ভাবি। অনেকে বলে আমার বয়স ৪০ বছর। তার কারণ আমি যখন গ্রামে যাই, মহিলারা দেখতে আসে। তারা বলে উনার এতো বয়স মনে হয় না। ওইটাই প্রমাণ করতে চায় আমার বয়স হয়নি। আমি জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার পরে মরতে চাই। সব কিছু আল্লাহ ওপর নির্ভর করে।
দেশে শান্তি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে এরশাদ বলেন, আগামী দিনে জাতীয় পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক শক্তি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না- এমন বুঝে বিভিন্ন দল ও মতের মানুষ এখন জাতীয় পার্টির পতাকাতলে আসতে শুরু করেছেন।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে : ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল ...

শেখ রাসেলের ৬০তম জন্মদিন : শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ...

বিএনপির গণসমাবেশ:রাতভর পুলিশি অভিযানে আটক ২০

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাতভর ...

কোনো ছাড় নয়, ডিসেম্বরের চেয়ে কড়া খেলা হবে : ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ছাড় হবে না। ডিসেম্বরের চেয়ে ...

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৯ অক্টোবর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ ...