পুলিশ ফাঁড়ি ভাংচুর ও আসামি ছিনতাইয়ের অভিযোগে ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য মনিরুজ্জামান রনির (৩৩) বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় শুক্রবার সকালে রনিসহ ৩৫ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলার বাদী পুলিশ এবং অপরটির বাদী হযরত আলী নামের এক ব্যক্তি।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুর ইসলাম জানান, পুলিশী কাজে বাধা, আসামি ছিনতাই, ভাংচুর ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে দ্রুত বিচার আইনে মামলাগুলো করা হয়েছে। ফাঁড়িতে হামলার সময় শান্ত (২২) নামের একজনকে আটক করা হয়। তাকে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
২নং পুলিশ ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক (টিএসআই) ফারুক জানান, কলেজ রোড রেল ক্রসিং মোড়ে হযরত আলী নামের একজনের মোটরসাইকেল ভাংচুর করছিল আসাদুল্লাহ অপু (৩০)। বাধা দিলে আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে অপু ও তার সহযোগীরা।
পরে অপুকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসার পথে মহানগর যুবলীগের সদস্য রনি পাঁচটি মোটরসাইকেল নিয়ে আমাদের গতিরোধ করে। তারা ধস্তাধস্তি করে অপুকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় অপু বারবার গুলি করার নির্দেশ দেয় রনিকে। এ ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপু এক যুবককে কোপানো এবং বাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।
