দুই জোটই নির্বাচনের জন্য উদগ্রীব। কিন্তু কিভাবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় এ প্রশ্নে কারোরই সঠিক ফর্মুলা নেই। এক জোট বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আমাদের মতো দেশে ক্ষমতাসীন দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। অন্য জোট কোনো রূপরেখা ছাড়াই সহায়ক সরকারের কথা বলছে। এ দু’য়ের কোনো পদ্ধতিতেই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ ও নির্বাচিত সরকার নিশ্চিত হবে না। নিশ্চিত হবে না অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এ সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করা। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রস্তাবে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, জেএসডি তৃতীয় রাজনৈতিক শক্তি গঠন করে নির্বাচনে অংশ নেবে। এ প্রশ্নে অনেক অগ্রগতি আছে। ইতোমধ্যে জেএসডি প্রার্থী নির্ধারণে অনেক দূর এগিয়েছে। বাদবাকী প্রার্থীও অবিলম্বে নির্ধারণের কাজ সম্পন্ন করবে। তবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করতে হবে। জাতির জন্য নির্বাচন অবশ্যই প্রয়োজন। তবে নির্বাচনকে জাতির বিদ্যমান সংকট নিরসনের উপযোগী করতে হলে প্রচলিত ঔপনিবেশিক ধাঁচের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনা ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে। সভায় বলা হয়, সরকার নির্বাচনের কথা বলছে। কিন্তু মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার, অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার আজো নেই। রাজনৈতিক সন্ত্রাস, হত্যা-গুম-খুন, অপহরণ, ধর্ষণ, দখলবাজী ইত্যাদির ফলে জনগণের নিরাপত্তাও আজ বিঘ্নিত। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপন্ন। পাহাড় ধস ও বন্যায় এরই মধ্যে শতাধিক লোক নিহত হয়েছে। অথচ এ ব্যাপারে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনের শুরুতে আলোচ্যসূচি ব্যাখ্যা করে বক্তব্য দেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। এছাড়া বক্তব্য দেন এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, খোশ লেহাজ উদ্দীন খোকা, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার, আবদুল জলিল চেয়ারম্যান, আশীষ কুমার সরকার, কামাল উদ্দীন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, আহসান উদ্দীন চৌধুরী সুইট, মোশারফ হোসেন, মতিউর রহমান মতি, আমিনউদ্দীন বিএসসি, লোকমান হাকিম, অ্যাডভোকেট কাউসার নিয়াজী, এস এম সামসুল আলম নিক্সন, আমির উদ্দীন, মীর জিল্লুর রহমান, শফিউল আলম, সৈয়দ বিপ্লব আজাদ, রফিকুল ইসলাম, নুর রহমান চেয়ারম্যান, সরোয়ার আজম আরজু, নুরুল ইসলাম মাস্টার, আবদুল লতিফ খান, মজিবুর রহমান, রিয়াজুল মোরশেদ টিটু, সেলিম জামান চৌধুরী প্রমুখ।
