

গৌরীপুরে বাস খাদে, আহত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ডের পাশে আজ শুক্রবার যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়। ঢাকা থেকে মতলবগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে ২০ জন যাত্রী আহত হয়। আহতদেরকে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। স্থানীয় জনগণের সহযোগিতায় হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। বাস পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে পৃথক আরেকটি দুর্ঘটনায় ঢাকা-হোমনা সড়কে আঙ্গাউড়া গ্রামের নিকট কাভার্ডভ্যানের চাপায় আঙ্গাউড়া গ্রামের প্রবাসী আবুল হাসেম মিয়ার মেয়ে তায়েবা (৬) নামে এক শিশু ঘটনাস্থলে মারা যায়। গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করেছে।
