মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি নিহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির আকাপুলকো শহরের লাস ক্রুসেস কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসি।
আকাপুলকো শহরের প্রতিদ্বন্দ্বী দুইটি মাদক ব্যবসায়ী গ্রুপের সদস্যদের মধ্যে স্থায়ী শত্রুতার জেরে কারবন্দি ওই দুই দলের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে ছুরি মেরে, পিটিয়ে এবং শিরশ্ছেদ করে কয়েদি কর্তৃক অপর কয়েদিদের হত্যা করা হয়।
এ ঘটনায় ইতিমধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।
গুয়েরের রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি, যেখানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উৎপাদিত হয়।
গুয়েরের নিরাপত্তা মুখপাত্র জানান, কারাগারের যে অংশে সংঘর্ষ হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা এমনকি রান্নাঘর থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।বিবিসি।
