যশোর সদর উপজেলার ইসালি গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত (৯)। সে ওই এলাকার আবু বকরের ছেলে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আরাফাত তার বাড়ির কাছে ডোবায় গোসল করতে গিয়ে আর উঠে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিকেলে তার লাশ পানিতে ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
