রাজধানীর রেলভবনের নিচতলায় ভবনের বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে।শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সেখানে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে তাদের তিনটি ইউনিট গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক।
আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে রেলভবনের জেনারেটর রুমে বেজি ঢুকে পড়ায় আগুনের সূত্রপাত হয়েছিল বলছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।
তিনি বলেন, “জেনারেটর রুমে বেজি ঢুকে জেনারেটেরর তারের ওপর পড়ে। এ কারণে দুইটি তার এক হয়ে গিয়ে আগুন লাগে। ধোঁয়া দেখে আমাদের কর্মীরা সেখানে যায়। সেখানে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে করে তারা।”
এরপর দ্রুত অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নেভায় বলে জানান রেলওয়ের মহাপরিচালক।
