

লরি চাপায় মা ছেলেসহ নিহত ৩ জন
কুমিল্লায় লরি চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা পৌণে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লহিপুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মাওলানা ইকরাম হোসেন (৪৮) তার স্ত্রী ও সন্তান নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে জেলার বরুড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি সদর দক্ষিণ মডেল থানার পাশে মহাসড়কে উঠে এপাশ থেকে ওপাশে যাওয়ার সময় ঢাকাগামী একটি লরি চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আরশাদ (১৮ মাস) নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহত গৃহকর্তা ইকরাম ও সিএনজি চালক মনির হোসেনকে উদ্ধার করে স্থানীয় সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক মনির হোসেন (৩৬) বেলা ১২টার দিকে মারা যান।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা চালক কোন প্রকার সিগন্যাল ছাড়াই দ্রুতগতিতে মহাসড়কের একপাশ থেকে আরেকপাশে যাওয়ার সময় দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
