আকাশপথে সরাসরি বাংলাদেশী পণ্য পরিবহনের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারে চলতি মাসেই শাহজালাল বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। এদিকে শাহজালালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে ৫ই আগস্ট বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পরিবহন বিভাগের যৌথ পরিদর্শন দল। বিমানমন্ত্রীর প্রত্যাশা, তাদের দেয়া শর্ত পূরণ হওয়ায় দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
বাংলাদেশী কার্গোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে গত পহেলা জুন থেকে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন। এ অবস্থায় অন্য দেশে স্ক্যানিং ও বাড়তি চার্জ দিয়ে আকাশপথে ইউরোপে পণ্য পাঠাতে হচ্ছে বাংলাদেশকে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তিনটি শর্ত দেয় ইইউ। এরই অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের মরফো কোম্পানি থেকে বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র কিনেছে সিভিল এভিয়েশন। ১১ই জুলাই আসছে দুটি ইডিএস মেশিন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘এই যন্ত্রটা বাংলাদেশে নেই। আগামী ১১ জুলাই আমেরিকা থেকে দু’টো মেশিন বাংলাদেশে আসবে। একটা বিশেষ কার্গো বিমান এটা আনছে।’
এদিকে শাহজালালের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণে অগাস্টে আসছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সমন্বিত পরিদর্শন দল। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের প্রত্যাশা, ইউরোপীয় ইউনিয়নের দেয়া সব শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
বিমানমন্ত্রী বলেন, ‘তিনটা শর্ত তারা দিয়েছিলেন। আমরা ইডিজির ব্যাপারটা পূরণ করেছি। তাদেরকে আমরা জানিয়েছিলাম আমাদের ইডিএস আসছে। তারপরেও তারা আমাদের হাই রিস্ক বলেছে। এখন ইডিএস মেশিন আসলে আমরা আশা করবো তারা তুলে নেবেন।’
সফরের পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়নে ভেলিডেটর নিয়োগ করবে বাংলাদেশ বিমান। তাদের দেয়া সার্টিফিকেট নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহায়ক হবে বলে মনে করে বাংলাদেশ বিমান।
ইডিএস’র কার্যক্রম শুরুর আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে ডগ স্কোয়াড দিয়ে কার্গোর বিস্ফোরক পরীক্ষার মাধ্যমে পণ্য পাঠানো হবে ইউরোপে। তবে জার্মানির লুফ্থানসা ও আরব আমিরাতের ইতিহাদ এয়ারলাইন্সের পর্যবেক্ষণে উত্তীর্ণ হওয়ার পর ইডিডি সিস্টেমে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ। দুটি এয়ারলাইন্সের বিশেষজ্ঞ দল ৯ থেকে ১২ই জুলাই ইডিডি সিস্টেমসহ শাহজালালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।-সময় টিভি