হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ’র সম্পাদকমণ্ডলীর সভায় অভিমত প্রকাশ করা হয় যে, দেশে প্রতিদিনই গুমের ঘটনা বাড়ছে। আর এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। কোনো মানুষেরই এমন পরিণতি হওয়া মোটেও গ্রাহ্য করা যায় না। গুম মানবাধিকারের চরম লঙ্ঘন।
শুক্রবার বিকেলে নয়াপল্টস্থ যাদু মিয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় আরো অভিমত প্রকাশ করা হয় যে, গুমের ঘটনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। রাষ্ট্রের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করা। প্রথম কথা, গুম কখনোই কাম্য নয়। তবে কেউ এর শিকার হলে সরকারের উচিত এর বিচার করা। এ ঘটনা জনসমক্ষে প্রকাশ করা।
সভায় অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার ব্যাপক অঞ্চল প্লাবিত হওয়া এবং বন্যা অঞ্চলসমূহে খাদ্য ও সুপেয় পানির ব্যাপক সঙ্কটসহ বানভাসী মানুষদের অবর্ণনীয় দূর্দশায় উদ্বেগ প্রকাশ করে দলমত নির্বিশেষে সকলকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৯৩তম জন্মবার্ষিকী ও ন্যাপ’র ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিগুলো হলো: মশিউর রহমান যাদু মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৯ জুলাই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান। ন্যাপ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জুলাই কেক কাটা, ২৬ জুলাই মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ২৯ জুলাই আলোচনা সভা।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সম্পাদকমণ্ডলীর সভায় ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক মো. কামাল ভুইয়া, মো. শহীদুননবী ডাবলু, মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যাপিকা শিউলী সুলতানা, বাংলাদেশ যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল কাউছারী, জাতীয় ছাত্রকেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।
