পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের সকল মানুষের একটি স্বপ্ন আছে। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয়পার্টি নেই। সকল মানুষেরই স্বপ্ন রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ।
তিনি বলেন, মানুষের জীবনে যেমন পরিবর্তনের সুযোগ আসে, ঠিক তেমনি সময় এসেছে বাংলাদেশের। বাংলাদেশ বীরের জাতি। এদেশ হারতে জানে না। দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ক্রিকেটের হাত ধরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ।
শনিবার বিকালে কুমিল্লার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, ২০১৪ সালে দেশে অরাজকতার সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। তারা মানুষ হত্যা করে, ট্রেনে আগুন দিয়ে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। যারা বেগম জিয়ার সঙ্গী, তারাই জঙ্গি। আওয়ামী লীগের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত, বাহাদুরুজ্জামান বাহাদুর, আবদুর রশিদ প্রমুখ।
