

বাংলাদেশ-ভারত ক্রেতা-বিক্রেতা বৈঠক আজ
কৃষি, উদ্যান ও প্রক্রিয়াজাত খাদ্য সেক্টরের উন্নয়নের লক্ষ্যে শনিবার ঢাকায় দু’দিনব্যাপী বাংলাদেশ-ভারত ক্রেতা-বিক্রেতা বাণিজ্য বৈঠক শুরু হবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে নগরীর প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে কৃষি, উদ্যান ও প্রক্রিয়াজাত খাদ্য বিষয়ে ‘ভারত-বাংলাদেশ ক্রেতা-বিক্রেতা ব্যবসায়’ শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সহায়তায় ভারতীয় চেম্বার অব কমার্স (আইসিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
একবিংশ শতাব্দীতে বাংলাদেশ-ভারত ব্যবসায় অংশীদারিত্ব তুলে ধরাই এই ক্রেতা-বিক্রেতা বৈঠকের লক্ষ্য।
