রাজধানীর মিরপুরের রূপনগরে এক পুলিশ কর্মকর্তা স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
আজ শনিবার সন্ধ্যায় পুলিশ তাদের লাশ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- পুলিশ কর্মকর্তা নাম আব্দুস সাত্তার (৩৫) ও তার স্ত্রী শম্পা আক্তার সোমা (২৮)।
আজ সন্ধ্যায় রূপনগর ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।
নিহত সাত্তার রাজধানীর বাড্ডা থানায় এসআই হিসাবে কর্মরত ছিলেন।
রূপনগর থানার এসআই আল মামুন জানান, আজ সন্ধ্যার সময় প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন যে রূপনগরের একটি বাসায় গুলির শব্দ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই ভবনের ছয়তলার বাসা ঢুকে একটি রুমের মধ্যে এসআই সাত্তার ও তার স্ত্রী সোমাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সোমার বাম কানের নিচে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আব্দুস সাত্তারের কপালের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে। এসআই সাত্তার তার সরকারি অস্ত্র দিয়ে সোমাকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।
ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই মামুন আরো জানান, মাঝে মধ্যেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আজ সন্ধ্যার আগে তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। এক পর্যায়ে দুটি গুলির শব্দ শুনতে পান তারা। প্রথমে একটি গুলি হওয়ার কিছু সময় পর আরো একটি শব্দ হয়। এরপরই প্রতিবেশীরা থানায় খবর দেন।
অপর একটি সুত্র জানায়, নিহত সোমা আব্দুস সাত্তারের শ্যালিকা ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হওয়ার পর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে বিয়ে করে প্রথম স্ত্রীকে (সোমার বোনকে) তালাক দেন সাত্তার। এরপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস শুরু করেন।
তবে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো আত্মীয়-স্বজন লাশের কাছে না আসায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’
পুলিশের অপর একটি সূত্র জানায়, সাত্তার এএসআই হিসেবে পল্লবী থানায় কর্মরত ছিলেন। ঈদুল ফিতরের আগে তিনি এসআই হিসেবে পদোন্নতি পেয়ে বাড্ডা থানায় বদলি হন। তবে তিনি রূপনগর আবাসিক এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।