

পরীক্ষা বন্ধ রেখে যুবলীগ নেতার মায়ের কুলখানি
গতকাল শনিবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও গোসাইরহাট পৌরসভা যুবলীগের আহবায়ক মো. কামাল উদ্দিন সরদারের মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়। এ কারণে ওই দিন স্কুলের পরীক্ষা স্থগিত রাখা হয়। তবে পরীক্ষা বন্ধ রেখে পারিবারিক অনুষ্ঠান করায় প্রশ্ন উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অর্ধবার্ষিক পরীক্ষা গত বৃহস্পতিবার শুরু হয়। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা একই সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হলেও ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শনিবারের বাংলা ও ইংরেজী পরীক্ষা স্থগিত করা হয়।
প্রধান শিক্ষক জনাব আ. মন্নান জানান, বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কামাল উদ্দিন সরদারের মায়ের কুলখানি অনুষ্ঠানের জন্য একটি প্যান্ডেল তৈরি করে প্রায় পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়। এ অবস্থায় বিদ্যালয়ে পরীক্ষা চালানো কোনোমতে সম্ভব নয় বলে বৃহস্পতিবার শিক্ষার্থীদের নোটিস দিয়ে শনিবারের পরীক্ষা স্থগিত রাখা হয়।
এদিকে পরীক্ষা বন্ধ করে স্কুল মাঠে পারিবারিক অনুষ্ঠান করায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, ব্যক্তিগত কোনো অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে মাঠ ব্যবহার করতে কোনো কর্তৃপক্ষ অনুমতি দিতে পারে না। কামাল উদ্দিন সরদার এ বিষয়ে অনুমতি চেয়ে কর্তৃপক্ষের নিকট কোনো আবেদনও করেননি।
এ বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন সরদার বলেন, ‘আমার বাড়িতে জায়গা কম থাকায় আমি ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করি। মানবিক কারণেই আমাকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কীভাবে প্রধান শিক্ষক পরীক্ষা বন্ধ রেখে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের অনুমতি দিল, তার ব্যাখ্যা নেওয়ার জন্য গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
