আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে চায় আওয়ামী লীগ।
রবিবার সকালে দলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে যাওয়ার আগে যশোরের রাজারহাট মোড়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের কান্না প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করেন, তাদের কর্মীদের জন্যে কষ্ট হয় বলে। কিন্তু তারা তো আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করে রক্ত স্রোত বইয়ে দিয়েছে। আমাদের কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে।’
ওবায়দুল কাদের আরো বলেন,‘রামপাল বিষয়ে সরকার কোনও মিথ্যাচার করছে না। ইউনেস্কো কিছু ছোট ছোট শর্ত দিয়েছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে সরকার সেগুলো পূরণ করবে। বিএনপির অভ্যাসই হলো মিথ্যাচার ও কান্নাকাটি করা। তারা পুরনো সেই রেকর্ড বাজিয়েই চলেছে। আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করে না। যা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, সেই কথাটিই আমরা বলছি।’
