বলিউডের পুরুষদের পোশাকআশাক মহিলাদের তুলনায় মারাত্মক একঘেয়ে। মেয়েরা শাড়ির মত ট্র্যাডিশনাল পোশাক নিয়েও একের পর এক এক্সপেরিমেন্ট করার সাহস দেখালেও ছেলেদের সেই এক- শার্ট, প্যান্ট, জ্যাকেট আর ব্লেজার।
আর রক্ষণশীল এই পরিবেশেই রণবীর সিংয়ের ঝোড়ো হাওয়া। এর আগে তাকে এক পত্রিকার কভারে দেখা গিয়েছে রীতিমত নথ পরে। নথের মত মহিলাদের গয়নাকেও অসামান্য পুরুষালি করে তোলেন তিনি।এবার আর এক পত্রিকার অনুষ্ঠানে তিনি পরে এলেন স্কার্ট। স্কটল্যান্ডের ট্র্যাডিশনাল এই স্কার্ট অবশ্য পুরুষরাই পরতেন। কিন্তু কোনও মাচো নায়ক স্কার্ট পরে প্রকাশ্যে আসার সাহস পাবেন এ কথা আগে কে ভেবেছিল!
স্কার্ট ধাঁচের পোশাকটির ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন রণবীর। ছবিতে প্রথম কমেন্টটাই দীপিকার। রণবীরের ছবি দেখে আঁতকে উঠে দীপিকা লিখেছেন, ‘নো’। সঙ্গে চোখ ঢেকে রাখার কয়েকটি ইমো দিয়েছেন তিনি।
রণবীরকে দেখে অবশ্য এই পথে হাঁটার সাহস পেয়েছেন কেউ কেউ। ‘ঠগস অফ হিন্দোস্তানে’ আমির খানকে নাকি দেখা যাকে অদ্ভুদ পোশাকে।
রণবীর-দীপিকা জুটি বর্তমানে একসঙ্গে কাজ করছেন সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’ ছবিতে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে। সূত্র: এনডিটিভি
