Home 20 দেশের খবর 20 এ কেমন বর্বরতা?

এ কেমন বর্বরতা?

শরীরজুড়ে দগদগে ঘা। আগুনে ঝলসে দেওয়া হয়েছে পিঠ ও শরীরের নিম্নাংশ। যন্ত্রণায় কাতর, মুখের ভাষা অসংলগ্ন। চোখে-মুখে ভীতির চিহ্ন। নির্যাতনের শিকার এমন এক শিশুকে দেখে দর্শনার্থীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। গৃহকর্মীর কাজ করা ১১ বছরের শিশু আমেনা আক্তারের ওপর চালানো হয়েছে বর্বর এ নির্যাতন। গৃহকর্ত্রী আফরোজা বেগম এ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফেনী শহরের গুদাম কোয়ার্টার এলাকায় ঘটেছে নির্মম এ ঘটনা। এখন ফেনী সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুটি। নির্যাতনের পর রোববার রাতে শিশুটিকে ফেনী রেলস্টেশনে ফেলে যাওয়া হয়।
আমেনা ফেনীর পরশুরাম থানার বিলোনীয়া সীমান্তের বাউরখুমা গ্রামের আবুল কাসেম মর্দপের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেলে কিছু লোক পিঠ ঝলসানো অবস্থায় আমেনা আক্তারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। তার পিঠ ও শরীরের নিম্নাংশ আগুনে পোড়া। দগদগে ঘা হয়ে গেছে। পিঠের চামড়া উঠে গেছে। থোকা থোকা মাংসে পচন শুরু হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা জানান, অবস্থা দেখে মনে হয়, শিশুটিকে কয়েক মাস আগে থেকে নির্যাতন ও আগুনের ছ্যাঁকা দেওয়া হয়েছে। রোগ যন্ত্রণায় অসংলগ্ন হয়ে গেছে তার আচরণ। বিনা চিকিৎসায় এখন ইনফেকশন হয়ে গেছে, পচন ধরেছে।
আমেনার খালু বাবুল মিয়া বলেন, জন্ম থেকেই দুঃখী আমেনা। তাকে ফেলে তার মা বাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্যত্র বিয়ে করে। এ অবস্থায় গরিব দাদি ফাতেমা বেগম শিশুটির ভরণপোষণ দিতে পারছিলেন না। অবশেষে দাদি তাকে কয়েক মাস আগে ফেনী শহরের গুদাম কোয়ার্টার এলাকার আফরোজা ম্যানশনের সামছু উদ্দীনের বাসায় গৃহকর্মীর কাজে দেন। সেখানে গৃহকর্ত্রী আফরোজা বেগমের নিষ্ঠুরতার শিকার হয় আমেনা।
ফেনী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, আমেনাকে কেবল নির্যাতন করেই ক্ষান্ত হয়নি পাষণ্ড। রোগাক্রান্ত অবস্থায় রাস্তায় ফেলে গেছে। শিশুটিকে রাস্তায় কাঁদতে দেখে কয়েকজন যুবক হাসপাতালে নিয়ে যান ও চিকিৎসার ব্যবস্থা করেন।
ওসি আরও জানান, আমেনা তার বাড়ির ঠিকানা বলতে পারেনি। কথাও অসংলগ্ন। এ অবস্থায় ফেসবুকে শিশুটির ছবি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ঠিকানা উদ্ঘাটিত হলে পুলিশ তৎপর হয়ে ওঠে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে শিশুটিকে দেখতে যান। অভিযান চালানো হয় আফরোজা ম্যানশনে; কিন্তু অভিযুক্তরা এর আগেই বাসায় তালা ঝুলিয়ে সটকে পড়ে।
এ ব্যাপারে ফেনী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।সমকাল

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা: মৎসজীবীদের উদ্বেগ

মো: ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): ইলিশ আহরণে সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার মাথায় হাত পড়েছে রাঙ্গাবালীর ...

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৫

রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া রোডে ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাসের লাইন বিস্ফোরণে ৫ ...

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: ড.আনোয়ার খান এমপি

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর): দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই ...

নাব্যতা সংকটে দারছিড়া: ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালি (পটুয়াখালী):পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। একপাশে বঙ্গপসাগর তিন দিকে নদী। রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ...

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্ত চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা ...