উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতার সঙ্কট নিরসনে
মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত মাসে শুরু হওয়া চলমান এই উত্তেজনা নিরসনে টিলারসন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়েত, কাতার এবং সৌদি আরব সফর করবেন।
সন্ত্রানবাদে মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর প্রতিবেশি কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির ওপর অবরোধ আরোপ করে।
মধ্যপ্রাচ্যের এই অচলাবস্থা দূর করতে কুয়েত শুরু থেকেই মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, অবরোধ তুলে নেয়ার বিনিময়ে প্রতিবেশি এই চার রাষ্ট্র কাতারকে বেশ কিছু দাবি পূরণ করার শর্ত দেয়। কিন্তু কাতার তাদের সেই দাবি ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।
কুয়েতের আমিরের সঙ্গে আলোচনার জন্য টিলারসন সোমবার ইস্তাম্বুল থেকে কুয়েত সিটি সফর করবেন। কুয়েত সফরকে ভিত্তি হিসাবে নিয়ে পরে তিনি কাতার এবং সৌদি আরব সফর করবেন।
যদিও তাৎক্ষণিকভাবে ওই মিটিংগুলোর সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি।
সূত্র: অ্যাসোসিয়েট প্রেস
