অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক উগ্র ইহুদিবাদী ফিলিস্তিনের এক গর্ভবতী নারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে গাড়ির আঘাতে আহত হয়েছেন ওই ফিলিস্তিনি নারী।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র বলেছে, ২৮ বছর বয়সী আহত নারীর নাম আবির বাসসাম জুবারা। তিনি আল-আরুব শরণার্থী শিবিরের প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ইহুদিবাদী তার ওপর গাড়ি তুলে দেয়ার চেষ্টা করে। ঘটনার পর দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আল-খলিল শহরের আল-মিজান হাসপাতালে ভর্তি করা হয়।
বেথেলহাম শহরের পশ্চিমে আল-খাদের শহরে এক ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেয়ার ঘটনার দু দিন পর নতুন করে এ ঘটনা ঘটল। মারাত্মক আহত অবস্থায়ে তাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।-পার্স টুডে