১৯৯৪ সালে আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যূত এক হাজার ৪৪৭ আনসারকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচাপতি বদরুজ্জামান হাইকোর্ট বেঞ্চ।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, আদেশে যাদের চাকরির বয়স শেষ হয়েছে অথবা যারা চাকরি করতে অক্ষম তাদের পেনশন সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ৩০ নভেম্বর আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসন্তোষ দেখা দেয়, যা পরে বিদ্রোহের রূপ নিয়েছিল। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ওই বছরের ৪ ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ করা হয়।
