চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে দুই সিটি মেয়র ও স্বাস্থ্য অধিদপ্তরের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা বলেন, চিকুনগুনিয়া মহামারীরূপে আবির্ভূত হলেও তা মোকাবেলায় দুই সিটি মেয়র ও স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চুপ। গণবিস্ফোরণের মধ্য দিয়ে নগরবাসীই তাদের হুঁশ ফিরিয়ে আনবে।
এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মশা-জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সিপিবি পল্টন শাখার বিক্ষোভ সমাবেশে ক্ষুব্ধ নেতারা বলেন, গোটা ঢাকা চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কগ্রস্ত হলেও লুটপাট-দুর্নীতিতে নিমজ্জ দুই মেয়রের কোনো হুঁশই নেই।
সিপিবি পল্টন শাখার সম্পাদক মুরশিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, মানবেন্দ্র দেব, ত্রিদিপ সাহা, জিহাদ আরিফ প্রমুখ।
