বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার জাতীয় সংসদে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতে অনুপস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম লিখিত প্রশ্নের জবাব দেন।
এরআগে সোমবার বিকেল ৫টা ১৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দিনের কার্যক্রম শুরু হয়।
পীর ফজলুর রহমান মন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, বাংলাদেশের টাকা অবৈধভাবে সুইস ব্যাংকে পাচার হয়ে যাচ্ছে। সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? জবাবে খাদ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি সরকারের নজরে আছে। যথাযথ কতৃপক্ষের মাধ্যমে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে চিন্তা-ভাবনা করছি এবং তদন্তমূলক ব্যবস্থা অবশ্যই নেয়া হবে। বাংলাদেশের টাকা বিদেশে প্রাচার হয়ে যাবে সরকার তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।
