শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশ আজ সারে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, দেশে সারের চাহিদা ৭ লাখ মেট্রিক টন, আর আমাদের মজুদ আছে ৯ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে সারের অভাবে ১৮জন কৃষক মারা যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার সারের উৎপাদন বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সেই সংঙ্কট আজ দূর করেছে।
রবিবার দুপুরে নরসিংদীর পলাশের ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় বিসিআইসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী/উপসহকারী প্রকৌশলীদের ১৪ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন আর আমাদের সার আমদানি করতে হয় না।
এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পলাশের সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরিফুল হক শরিফ।