খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, আলেম-উলামা ও ঈমানদার তাওহিদী জনতার দীর্ঘ দিনের আন্দোলন ও সংগ্রামের বিনিময়ে সরকার পাঠ্যসূচির বির্তকিত বিষয়গুলো বাদ দিয়েছিল। কিন্তু ইদানিং ইসলাম বিরোধী নাস্তিকরা নতুন করে পাঠ্যসূচি পরিবর্তনের পায়তারা করছে। যা এদেশের ৯২ ভাগ মুসলমান কোনো দিন মেনে নেবে না। তাদের চক্রান্ত অতীতের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
মাহফুজুল হক আরো বলেন, আগামী প্রজন্মকে নাস্তিক্যবাদী বানাতে নাস্তিকরা উঠে পড়ে লেগেছে এবং তারা এদেশে ভিনদেশী সংস্কৃতি ঢুকিয়ে নৈতিকতা ও দেশাত্ববোধ নষ্ট করার মিশনে নেমেছে। তাদের স্বপ্ন কোনোভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না এবং একে কেন্দ্র করে কোসো ধরনের উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।