উত্তর ইরাকের কেআরজি নেতা বারজানি এবং মার্কিন রাষ্ট্রদূত ম্যাকগার্ক মসুল অভিযান, কেআরজি’র স্বাধীনতা প্রশ্নে গণভোট এবং রাককা অভিযান নিয়ে আলোচনা করেন রবিবার উত্তর ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)’র প্রেসিডেন্ট বারজানি মার্কিন বিশেষ দূতের সাথে সাক্ষাৎ করেন দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের প্রতি সমর্থন জানাতে।
কেআরজি প্রেসিডেন্সি সূত্র হতে জানা যায, মাসুদ বারজানি ইরাকের ইরাবিল প্রদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ম্যাকগার্ককে সাদরে গ্রহণ করেন।
রাককা অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্যে উত্তর ইরাকের কেআরজি নেতা বারজানিকে ধন্যবাদ জানান এ মার্কিন রাষ্ট্রদূত।
বারজানি ২৫ সেপ্টেম্বর উত্তর ইরাকের কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে গণভোট বিষয়ে বাগদাদের ভূমিকা নিয়ে ম্যাকগার্কের সাথে আলোচনা করেন।
গত মার্চ মাসে ইরাকের ইরাবিল প্রদেশে বারজানি জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গিটার্সের সাথে এক বৈঠক করেন। বৈঠকে বারজানি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার অঞ্চলের ভাগ্য নির্ধারণের জন্য গণভোট আয়োজন করার আহ্বান জানান।
শনিবার মার্কিন রাষ্ট্রদূত ম্যাকগার্ক ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সাথে সাক্ষাৎ করেন ইরাক সফরের অংশ হিসেবে।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে