

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সব নৌযান চলাচল বন্ধ
তীব্রস্রোত আর ডুবোচরে শিমুলিয়া-কাাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। সোবারবার সকাল থেকে এই রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রবিবার ভোর পৌনে ৫টায় ২২টি যান নিযে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন লৌহজং টার্ণিংয়ে আটকা পড়ে। এরপর একে একে ডুবোচরে আটকা পড়ে রোরো ফেরি শাহমখদুম, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া, ডাম্প ফেরি রায়পুরা। উদ্ধারকারী জাহাজ আইটি ৯০ ও ৯১ দীর্ঘ চেষ্টার পার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফেরি শাহমখদুম, ক্যামেলিয়া ও রায়পুরাকে উদ্ধার করতে পারলেও এখনও আটকে আছে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আজ ভোর থেকে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় দু’পাড়েই পরাপারারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন বাড়ছে। উভয় পাড়ে আটকে পড়েছে ৪ শতাধিক যান। সৃষ্টি হয়েছে যানযট। অবর্নণীয় দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
বিআইডব্লিউটিসি’র সহকারী জেনারেল ম্যানেজার শাহ নেওয়াজ খালিদ জানান, আটকাপড়া ফেরিটি উদ্ধারে দুইটি জাহাজ কাজ করছে। সপ্তাহ খানেক ধরে ডুবো চরে এবং ঘূর্ণিস্রোতে এই রুটে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। গত শুক্রবার তারা ঘটনাস্থলে সার্ভে করে গেছেন। কিন্তু এখনও তারা রির্পোট দেয়নি। বিআইডব্লিউটিসি থেকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এছাড়া প্রবলস্রোতে পুরনো ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। তিনি আরও বলেন, লৌহজং চ্যানেলের যে অবস্থা এখনই যদি বিকল্প চ্যানেলের ব্যবস্থা করা না হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে। 
