

নিউজিল্যান্ডে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নিউজিল্যান্ড উপকূলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। এদিকে সাউথ আইল্যান্ডেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তারা একথা জানান।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউজিল্যান্ডের মূল ভূ-খণ্ডের ৪৭৫ কিলোমিটার দক্ষিণে সমুদ্র তলদেশের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অস্ট্রেলিয়ার ভূ-কম্পনবিদ গ্রেগ ব্রিন বলেন, সাউথ আইল্যান্ডের দক্ষিণে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এএফপি।
