ঝালকাঠির সদর উপজেলার বীরপাশা গ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঐ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গ্রামবাসীরা জানান, রাতে মাইকে ঘোষণা দিয়ে পুলিশ গ্রামবাসীকে ডাকাতির কথা জানায়। গ্রামবাসী বের হয়ে আসে। পরে ঐ এলাকায় গাছের নিচে ঐ ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও ব্যবহৃত কয়েকটি গুলি উদ্ধার করেছে পুলিশ। ঐ ব্যক্তির লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে আছে।
