যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লেফ্লোর কাউন্টিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঐ বিমানে ১৬ জন আরোহী ছিল বলে জানা গেছে।
মার্কিন সংবাদ মাধ্যমগুলো বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, একটি সবুজ কৃষি খামারে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময়ে আকাশ জুড়ে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
এছাড়া মার্কিন নৌ-বাহিনী এক টুইটে জানিয়েছে, ‘১০ জুলাইয়ের সন্ধ্যায় একটি ইউএসএমসি-কেসি-১৩০ বিমান দুর্ঘটনায় পড়ে। এখনো পর্যন্ত পুরো ঘটনা স্পষ্ট নয়, তবে আরো তথ্য জানানো সম্ভব হবে।’
