স্ত্রী আমাকে হুমকি দিচ্ছেন নিজের নামে সম্পত্তি লিখে না দিলে সন্তানদের হত্যা করবেন।সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে তিন সন্তান নিয়ে ঢাকার রাস্তায় রাত যাপন করছি।’পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন নামের একটি সংগঠনের মানববন্ধনে এসব কথা বলেছেন আরিফুল হক নামের এক নির্যাতিত পুরুষ।সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় পুরুষরা প্রতিনিয়ত নির্যাতিত হওয়ার পরও আইনের সহযোগিতা পাচ্ছে না।মানববন্ধনে এক নির্যাতিত পুরুষ দাবি করেন, তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। এজন্য তার জমি বিক্রি করে টাকা দাবি করেন। টাকা না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজন দিয়ে তাকে মারপিট করেছেন স্ত্রী। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলেও উল্টো থানা পুলিশ তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।পুরুষ নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে খায়রুল আলম বলেন, ‘পুরুষরা আজ ঘরে-বাইরে নির্যাতনের শিকার। কিন্তু আত্মসম্মানের জন্য সেসব প্রকাশ করতে পারছেন না। অনেকে আবার সম্পত্তি গ্রাস করার জন্য প্রতিপক্ষের স্ত্রীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যার জ্বলন্ত প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার আরিফুল ইসলাম।আরিফুল ইসলাম বলেন, ‘সম্পত্তি লিখে না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাত মিলিয়ে আমার স্ত্রী জায়গা-জমি দখল করে নিতে চায়। আমার বাড়ি ভাঙচুর করে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে। আমি এলাকায় গেলে আমাকে ইয়াবা, জঙ্গিবাদ আর যৌতুকের মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দিয়েছে।’
