ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে সাতটি স্বর্ণের বারসহ পারভেজ (২৮) নামে এক পাসপোর্ট যাত্রী আটক হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্য তাকে আটক করেন। আটক পারভেজ নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা চান মাহমুদ খান জানান, ওই যুবক বেনাপোল কাস্টমস চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার আগ মুহূর্তে তার চলাচল দেখে সন্দেহ হয়। পরে তার শরীর তল্লাশি করে জুতার ভেতর থেকে ৭২৫ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।