বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ১০ শতাংশ চাঁদা গ্রহণের সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, ফরিদপুর সদর উপজেলা শাখা।আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ কে এম ইউসুফ আলী, জয়নাল আবেদীন, গৌতম সরকার, মনিরুল ইসলাম, মনির হোসেন, আনিসুর রহমান প্রমুখ।বক্তারা এ অমানবিক ও অমর্যাদাকর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
