রামপালবিরোধী সমাবেশে দুর্বৃত্তদের হামলা, আহত ৪
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন কবি ও সংস্কৃতিকর্মী আরিফ বুলবুলসহ অন্তত চারজন।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে জেলা তেল-গ্যাস-খানিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় কমিটির নেতাদের উপর এই হামলা চালানো হয়।
হামলায় মারাত্মক আহত বুলবুলকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত অন্যরা হলেন, শিল্পী অমল আকাশ, ছড়াকার আহমেদ বাবলু ও সংস্কৃতি কর্মী শাহিন মাহমুদ।
জেলা তেল-গ্যাস-খানিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনারে সভা শেষে একটি মিছিল নিয়ে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দিকে যাই। ওই সময় সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণ প্রতিষ্ঠাতা সভাপতি অমল আকাশ, শিল্পি আহমেদ বাবুল, শাহীন মাহমুদ ও কবি আরিফ বুলবুল মিছিলের সাথে না গিয়ে তারা শহীদ মিনারে দাঁড়িয়ে ছিলেন। ওই মুহুর্তে অজ্ঞাত দুর্বৃত্তরা হাতে লোহার পাইপ ও লাঠি নিয়ে তাদের ৪ জনের উপর হামলা চালায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এটা সমাবেশ ও মিছিলকেন্দ্রীক কোনো হামলা না। ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ হামলা করতে পারে। বিষয়টি তদন্ত চলছে।আহতদের প্রত্যেকের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে জানিয়েছেন খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা। তাদের মধ্যে আরিফ বুলবুলের মাথার দুই পাশে আঘাত করা হয়েছে। এতে তার মাথায় ১০টি সেলাই করা হয়েছে।
