গুলশাল হামলা মামলায় নর্থসাউথ বিশ্ববিদ্যায়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজা করিমের জামিন আবেদন আবারো নাকচ করে দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।বুধবার জামিন আবেদনের শুনানি শেষে তা নাকচ করেন দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।জামিন আবেদন করা হাসনাত করিমের আইনজীবী আব্দুল মান্নান খান আজ আদালতে মামলার এজাহারে হাসনাত করিমের নাম না থাকার বিষয়টি শুনানিতে তুলে ধরেন।তবে হলি আর্টিজান হামলায় হাসনাত করিম জড়িত এমন দাবি করে মামলার এজাহারে হাসনাত করিমের নাম আসতে পারে বলে জানিয়েছেন জামিনের বিরোধিতাকারী রাষ্ট্রপক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার নাজিম উদ্দিন।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের অভিজাত হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও ২ পুলিশ কর্মকতাসহ ২২ জন নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের চালানো অপারেশন ‘থান্ডারবোল্ট’এ ৬ জঙ্গি নিহত হয়। অপারেশন শুরুর ঠিক আগে সেখান থেকে ১৩ জনসহ মোট ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, প্রকৌশলী হাসনাত করিমও ছিলেন।
