পুলিশের কড়া দৃষ্টি পেরিয়ে মসজিদে প্রবেশ করতে হয় মুসলিমদের। দাঁড়ি রাখা নিষিদ্ধ এখানে। প্রকাশ্যে নমাজ পড়াও যায় না।চীনের শিনচিয়াং প্রদেশের মুসলিম উইগুররা পুলিশের কড়া নজরদারির মধ্যে তাদের জীবন অতিবাহিত করছেন। চীনের উত্তর–পশ্চিম অঞ্চলে অবস্থিত স্বায়ত্বশাসিত এই প্রদেশের মুসলিমরা মসজিদে পা দেয় মেটাল–ডিটেক্টরের মধ্য দিয়ে। কাশগরের মসজিদের বাইরে প্রতিবছরই রমজান শেষ হওয়ার পর মুসলিমরা নমাজ পড়ার জন্য ভিড় জমাতো রাস্তায়। কিন্তু এ বছর আর সেই দৃশ্য চোখে পড়েনি। এ বছর রমজানের পর খুবই অনাড়ম্বরভাবে মসজিদের ভেতরের প্রার্থনা কক্ষে খুবই কম সংখ্যক মুসলিমরা নমাজ পড়ার জন্য মিলিত হন।চীন সরকার যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাশগরে ঈদের নমাজের জন্য যে সব ভ্রমনার্থীরা আসতেন তারা যাতে কাশগরে না আসতে পারে সে জন্য প্রচুর পুলিশে চেকপয়েন্ট তৈরি করা হয়েছিল।এক ব্যবসায়ী বলেন, ‘ধর্মের জন্য এটি ভালো জায়গা নয়।উইগুর মুসলিমদের সঙ্গে আল–কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে চীন সরকার জানায়। গত বছরই বহু উইগুরের মৃত্যু হয়েছে বিস্ফোরণ এবং গণ ছুরিকাঘাতে। পরপর হওয়া এইসব ঘটনায় আতঙ্কে রয়েছে শিনচিয়াংয়ের বাসিন্দারা।তারা জানান, সাংস্কৃতিক পরিচয় তাদের হারিয়ে যেতে চলেছে। অথচ সরকার উদাসীন। এক ব্যবসায়ী বলেন, আমরা পাকিস্তান বা আফগানিস্তান হতে চাই না। মুসলিমদের খুবই কম সংখ্যক মানুষ জঙ্গি, সেটাকে ধরে গোটা মুসলিম সম্প্রদায়কে বিচার করা ঠিক নয়।
