রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতা বেশ ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিস্টিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাতকারে ঠিক এমনটিই বলেছেন তিনি।
ওই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সম্প্রতি জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে তার বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে কথা বলেন ট্রাম্প। তবে এসময় বিপরীতধর্মী কথাও বলেছেন তিনি। সাক্ষাতকারের এক পর্যায়ে হঠাৎ ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম যে হোয়াইট হাউজের ব্যাপারে পুতিনের প্রথম পছন্দ ছিলেন হিলারিই।’
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্তুতি বা ভৎর্সনা যাই করুক না কেনো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড় পাচ্ছেন না মার্কিন গোয়েন্দা সংস্থা ও কংগ্রেশনাল কমিটির কাছ থেকে। তার প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংযোগ নিয়ে এখনো কয়েকটি তদন্ত অব্যাহত রয়েছে। তবে ট্রাম্প এবং রুশ সরকারের পক্ষ থেকেও এ ধরণের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অস্বীকার করা হয়েছে। বিবিসি।
