Home 20 দেশের খবর 20 ভিডিও ছড়িয়ে নারীর কাছে টাকা নিতে গিয়ে ধরা!

ভিডিও ছড়িয়ে নারীর কাছে টাকা নিতে গিয়ে ধরা!

ফেসবুকে পরিচয়ের পর চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মধ্যবয়সী এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ইমরান সরকার নামে এক তরুণ। এরপর ওই নারীর কাছ থেকে হাতিয়ে নেয় সাড়ে তিন লাখ টাকা। আরও টাকা দাবি করে না পেয়ে ওই নারীর খোলামেলা ভিডিও ছড়িয়ে দেয় ইউটিউবে। বুধবার রাতে বগুড়া জেলার সদর উপজেলার সবুজবাগ গ্রিনল্যান্ড হাউজিং সোসাইটি থেকে ইমরানকে গ্রেফতার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ গ্রামে। বাবার নাম তাজউদ্দিন সরকার।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান, তথ্যপ্রযুক্তি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় হওয়া মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে চট্টগ্রামের আদালতে পাঠানো হয়। ইমরান মেধাবী ছাত্র। পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছে। জেএসসি ও এসএসসিতেও জিপিএ ৫ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।
পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘুগা আবদুল জলিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ইমরান। বড়ভাই তাকে চট্টগ্রামে নিয়ে এসে বেপজা পাবলিক স্কুল ও কলেজে ভর্তি করিয়ে দেয়। ২০১৬ সালে ইমরান সেখান থেকে এইচএসসি পাস করে। বেপজা কলেজে পড়াশোনার সময় সুদর্শন এক তরুণের ছবি ব্যবহার করে ‘শাহরিয়ার কাব্য’ নামে ফেসবুক আইডি খোলে সে। ওই আইডির মাধ্যমে চান্দগাঁও এলাকার এক মধ্যবয়সী নারীর সঙ্গে পরিচয় হয়। এরপর ফেসবুক ম্যাসেঞ্জারে ঘনিষ্ঠতা। আদান-প্রদান হয় দু’জনের খোলামেলা ছবি ও ভিডিও।
পুলিশ জানায়, চতুর ইমরান নিজের ছবির বদলে এক মডেলের ছবি পাঠাত ওই নারীর কাছে। পরিচয়ও দেয় ব্যবসায়ী হিসেবে। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন ওই নারী। এতে এড়িয়ে যায় ইমরান। ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার নামে ওই নারীর কাছ থেকে এক দফায় হাতিয়ে নেয় দুই লাখ টাকা। পরে আরেক দফায় এক লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রথম দফায় নেওয়া টাকায় বগুড়ার শাহসুন্দর কলেজের এক ছাত্রীকে বিয়ে করে ইমরান। বিষয়টি গোপন রাখে সে। গত জুন মাসে ওই নারীর কাছ থেকে আরও এক লাখ টাকা দাবি করে ইমরান। টাকা দিতে অস্বীকার করলে ওই নারীর পাঠানো ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ভিডিও ইউটিউবে আপলোড করে ম্যাসেঞ্জারে ওই নারীর কাছে লিংক পাঠায় ইমরান। তা দেখে গত ৩ জুলাই বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায় ওই নারী।
পুলিশ আরও জানায়, এরপরও টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকলে গত ৯ জুলাই চান্দগাঁও থানায় ওই নারী মামলা করে। গত মঙ্গলবার সন্ধ্যায় এস এ পরিবহনে ইমরানের কাছে বগুড়ায় আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়। টাকা নিতে এলে তাকে অনুসরণ করে পুলিশ। পরদিন তাকে গ্রেফতার করা হয়।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা: মৎসজীবীদের উদ্বেগ

মো: ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): ইলিশ আহরণে সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার মাথায় হাত পড়েছে রাঙ্গাবালীর ...

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৫

রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া রোডে ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাসের লাইন বিস্ফোরণে ৫ ...

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: ড.আনোয়ার খান এমপি

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর): দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই ...

নাব্যতা সংকটে দারছিড়া: ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালি (পটুয়াখালী):পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। একপাশে বঙ্গপসাগর তিন দিকে নদী। রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ...

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্ত চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা ...