সরকারের নামে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যাশিত বিজয় ঠেকাতে মিথ্যাচার করে যাচ্ছে। কিন্তু এই মিথ্যাচার করে বিজয় ঠেকানো যাবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শাহীন, আহমদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতিও করে, আবার ভারত ভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে, সেজন্য ইদানীং তাদের মধ্যে ভারত প্রীতি দেখা যাছে। ভেতরের কথা বলতে চাই না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণ। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো বিদেশী শক্তির প্রতি আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি না।’
ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কি-না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে এখন বিশেষ পরিস্থিতি (বন্যা) বিরাজ করছে। এ কারণে কার্যকমিটির সভায় অনুমোদন নিয়ে দলের জাতীয় সম্মেলনের তারিখ পেছানো হয়েছিল। এটুকু বলতে পারি, খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি ছাত্রলীগের সম্মেলন কবে হবে শিগগিরই আপনারা তা জানতে পারবেন। ছাত্রলীগ আমাদের ভ্রাতপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করার কী আছে? আর এটা উচিতও নয়।’
নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে। আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের ওপর ফোকাস রাখছি।’
