রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকায় র্যাবের সাথে গুলিবিনিময়ের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।র্যাবের দাবি, নিহত ও আহত যুবক সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।
র্যাব-১০ এর একটি টিম ওই এলাকায় ডিউটিকালে একটি প্রাইভেটকার তল্লাশি করতে চাইলে এই গুলিবিনিময় ঘটে। এসময় অস্ত্র ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল বারেক ও আলমগীর হোসেন নামে দু’জনকে র্যাব গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে চিকিৎসাধীন রাত পৌনে ৯টায় আলমগীর হোসেন মারা যান। তার বুকে ও পেটে গুলি লেগেছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন খান জানান, গ্রেফতারকৃত দুই সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। র্যাব সদস্যরা ওই এলাকায় ডিউটিকালে খবর পেয়ে একটি প্রাইভেটকারকে ফলো করছিল। একপর্যায়ে প্রাভেটকারে থাকা কয়েকজন যুবককে চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে ও ধাওয়া দেয়। তখন তারা ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক থেকে বকশিবাজার এলাকার দিকে দৌঁড় দেয়। র্যাব গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হাসপাতাল সূত্র জানায়, নিহত যুবকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।