Home 20 দেশের খবর 20 ৬ শিক্ষার্থীকে উলঙ্গ করল প্রধান শিক্ষক

৬ শিক্ষার্থীকে উলঙ্গ করল প্রধান শিক্ষক

কেশবপুরের সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল খেলতে চাওয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক শ্রেণী কক্ষের ভেতর ৬ শিক্ষার্থীকে নিয়ে প্যান্ট খুলে উলাঙ্গ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।লজ্জায় গত সোমবার ঐ ৬ শিক্ষার্থী স্কুলে আসতে না চাইলে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবকরা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় সহকারি শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা গেছে, ১৯৫৩ সালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সানতলা গ্রামে সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। সেই থেকে শিক্ষার্থীদের পদভারে প্রতিষ্ঠানটি মুখরিত ছিল। ওই স্কুলের সহকারি শিক্ষক রবীন্দ্র নাথ ২০০৩ সালে স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তার একের পর এক অপকর্ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারণে অভিভাবকরা এ স্কুল থেকে তাদের ছেলে মেয়েদের অন্যত্র নিয়ে ভর্তি করাতে শুরম্ন করেন। এরপরও ২০১০ সালে রবীন্দ্র নাথ তার স্ত্রী কাকলী রাণী সরকারকে অন্য স্কুল থেকে বদলি করে তার স্কুলে নিয়ে আসেন। ফলে স্বামী-স্ত্রী একই স্কুলে থাকায় ওই প্রতিষ্ঠানে বর্তমান হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। যার কারণে ওই স্কুলে শিক্ষার্থী কমতে কমতে বর্তমান ৩০ থেকে ৩৫ জনে ঠেকেছে।অভিভাবক সদস্য জালাল উদ্দীন বিশ্বাস জানান, গত রোববার দুপুরে বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা ফুটবল খেলার জন্যে বল আনতে যায় প্রধান শিক্ষকের কাছে। এ সময় তিনি তাদের হাতে বল না দিয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের খেলতে দেন। এরপরও তারা বল খেলতে চাইলে এক পর্যায়ে ওই প্রধান শিক্ষক ৫ম শ্রেণীর ছাত্র রিয়াজ, সবুজ, ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল­াহ, মুজাহিদসহ ৬/৭ জন শিক্ষার্থীকে একটি শ্রেণী কক্ষে ডেকে নিয়ে প্যান্ট খুলে উলাঙ্গ হতে বলেন। লজ্জায় ওই সমসত্ম শিক্ষার্থীদের মুখ লাল হয়ে গেলেও প্রধান শিক্ষকের হুকুমে তারা বাধ্য হয় প্যান্ট খুলতে। শিশু শ্রেণীর শিক্ষার্থী সিয়াম জানালার ফাক দিয়ে এ দৃশ্য দেখে বাড়ির সবাইকে জানিয়ে দেয়। ওই রাতেই অভিভাবকরা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিভাবক হাসান আলী জানান, ওই প্রধান শিক্ষক কোন শিক্ষার্থীকে স্কুলের টয়লেট ব্যবহার করতে দেয় না। কারো বাথরম্নম লাগলে সরাসরি বাড়ি আসতে হয়। তিনি স্বসম্মানে বদলি না হলে ৭ দিন পর স্কুলে তালা ঝুলিয়ে দেয়া হবে বলেও তিনি হুমকি দেন।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩য় শ্রেণীতে ৪ জন, ৪র্থ শ্রেণীতে ৫ জন ও ৫ম শ্রেণীতে ৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ সরকার বলেন, এক সপ্তাহ আগে ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহর খতনা দিয়েছিল তার পরিবার। আমি সেটা দেখতে চেয়েছিলাম। গ্রামবাসি ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি লক্ষন হালদার বলেন, ওই শিক্ষক যে কান্ড ঘটিয়েছে তাতে অভিভাবকরা ক্ষুব্ধ। তাকে ৭ দিনের মধ্যে এ স্কুল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।এ ব্যাপারে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায় বলেন, ৩টি বিষয়ের ওপর তদমেত্মর জন্যে সোমবার স্কুলটি পরিদর্শন করা হয়েছে। সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা: মৎসজীবীদের উদ্বেগ

মো: ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): ইলিশ আহরণে সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার মাথায় হাত পড়েছে রাঙ্গাবালীর ...

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৫

রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া রোডে ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাসের লাইন বিস্ফোরণে ৫ ...

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: ড.আনোয়ার খান এমপি

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর): দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই ...

নাব্যতা সংকটে দারছিড়া: ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালি (পটুয়াখালী):পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। একপাশে বঙ্গপসাগর তিন দিকে নদী। রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ...

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্ত চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা ...