রাজধানীর কাঁচাবাজারে গেল সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কারণ হিসেবে সরবরাহ সঙ্কট আর বন্যাকে দায়ী করছেন বিক্রেতারা। মাছ বাজারে ইলিশের দাম বাড়লেও বিক্রেতাদের দাবি, আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। এদিকে, সরবরাহ স্বাভাবিক থাকার পরও দেশি মুরগীর দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।নানা রঙয়ের সবজিতে ঠাসা-বিক্রেতাদের ঝাঁকা। সকাল সকাল শুরু হয়েছে বেচাবিক্রিও। তবে, গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেগুন, পটল, কাকরোল, বরবটি আর কাঁচামরিচ টমেটোর দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। বর্ষায় আড়ৎগুলোতে সবজির সরবরাহ কম থাকায়, দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। নিত্যপণ্যের ক্রেতারাও মেনে নিচ্ছেন বিক্রেতাদের দাবিকে।বর্ষায় মাছের সরবরাহ বেশি। বিক্রেতারা জানান, রই-কাতলা, চিংড়ি, পাবদা-টেংরা বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। তবে, সরবরাহ তুলনামূলক কম দাবি করে, ইলিশের দাম বাড়তি বলে জানান তারা।মাংসের বাজারে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কিছুটা বাড়তি দেশির মুরগির দাম।দামের কোন হেরফের নেই গরু-খাসির মাংসের। প্রতিকেজি গরু ৫শ’ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ৭২০ টাকায়।
