নীলফামারীর ডোমার উপজেলায় বিশেষ অভিযানে কেতকীবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ও পৌরসভা জামায়াতের সাধারন সম্পাদকসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা হতে শুক্রবার সকাল পর্যন্ত সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান ও ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলীর নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।ডোমার থানার এসআই আরমান আলী জানান, ডিআইজি ঘোষিত ব্লক রেইড অভিযানে জায়াতের ১২ জন সদস্যসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ডোমার পৌরসভা জামায়াতের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৩২), কেতকীবাড়ি ইউনিয়ন সভাপতি আব্দুল বারী (৩৫), জামায়াত কর্মী বেলাল হোসেন (৪৫), নজরুল ইসলাম (৩৭), ময়নুল ইসলাম (৩০) জাকারিয়া রহমান (২৬), রিপন ইসলাম (২৪), আনোয়ার হোসেন (৪৮), আবুল হোসেন স্বপন (৩০), এইচ এম রতন (৩৫), আব্দুস সাত্তার (৬২) ও আফজাল হোসেন (২৮)। এ ছাড়া ১৩ জন আটক আসামীদের মধ্যে আদালতের জিআর, সিআর, মাদক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
