গাছ থেকে পেয়ারা পারাকে কেন্দ্র করে বরিশাল সরকারি বিএম কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, শারমিন আক্তার, মারিয়া হোসেন, কান্তা ইসলাম, ইসরাত জাহান, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি।প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানায়, ছাত্রী নিবাসের ২ নম্বর ভবনের সামনে একটি শেড নির্মাণের জন্য সেখানে থাকা পেয়ারা গাছটি কাটার প্রস্তুতি নেয়া হয়। এসময় কাজের ঠিকাদার জুয়েল ছাত্রীনিবাসের ছাত্রলীগ নেত্রী মুনিরার কাছে জানতে চান পেয়ারা খাবেন কি-না। তখন মুনিরাসহ কয়েকজন গাছ থেকে পেয়ারা পারতে গেলে অপর ছাত্রলীগ নেত্রী হেনাসহ তার অনুসারীরা পেয়ারা পারতে বাঁধা দেন। এনিয়ে উভয় নেত্রীর মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপাধক্ষ্য ও নিবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার জানান, পেয়ারা পারায় ছাত্রীনিবাসে অবৈধভাবে বাস করা হেনা ও তার অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এতে নয় ছাত্রী আহত হন। গুরুতর আহত শারমিন আক্তার, মারিয়া হোসেন ও ইসরাত জাহানকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে উপাধক্ষ্য স্বপন কুমার পাল জানান, পেয়া পারা নিয়ে ছাত্রীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
