সতীর্থদের সঙ্গে সবসময়ই রসিকতা করে থাকেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা। এ নিয়ে তার বেশ সুনামও আছে। তবে এবার সতীর্থ নয়, এক সাংবাদিককে মজা করে সুইমিং পুলে ফেলে দিলেন পগবা। সম্প্রতি এভারটন ছেড়ে ইউনাইটেডে যোগ দিয়েছেন পগবার বন্ধু রোমেলু লুকাকু। এই দুই ফুটবলারের সাক্ষাৎকার নেয়ার এক পর্যায়ে ESPN সাংবাদিক অ্যালেক্সিস নুনেসকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেন পগবা।-সময় টিভি
