সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে একটি ঘরে আগুন লেগে ১১ শ্রমিক নিহত হয়েছেন। নিহত ১১ শ্রমিকের সবাই ভারতীয়; এর মধ্যে কোনো বাংলাদেশি নেই বলে জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা।বৃহস্পতিবার বিকেলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান, জেদ্দা বাংলাদেশের কনসাল জেনারেল এফ, এম, বোরহান উদ্দিন।তবে ওই ঘটনায় আহত ছয়জনের মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক। তার নাম হায়াতুরনবী, পিতা মৃত আব্দুস সাত্তার, বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের মিতাল্লা গ্রামে।পুলিশের সূত্র মতে বাংলাদেশি একজন শ্রমিক আহত হয়েছেন এবং নিহত ১১ জন ভারতীয়। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন নাজরান প্রদেশিক গভর্নর প্রিন্স জেলুবি বিন আবডেল আজিজ বিন মুসায়েদ। কমিটিতে মিউনিসিপালটি, দমকল বাহিনী, শ্রম মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তাদের রাখা হয়েছে।প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান, পিঅ্যান্ডভি প্রথম সচিব মুহাম্মদ কামরুজ্জামান, কনসাল লেবার কাজী সালাউদ্দিন ও ভাইস কনসাল আব্দুল মান্নানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।এর আগে গত বুধবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশে একটি ঘরে আগুন লেগে ১১ শ্রমিক নিহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বলে আশঙ্কা করছিলো দেশটির সংবাদমাধ্যম।
