Home 20 জাতীয় 20 আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই: হানিফ

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই: হানিফ

“বিএনপি দেশ-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর কোনো বিকল্প নেই। বিএনপি একটি সন্ত্রাসবাদী দল, এটা দেশ-বিদেশে স্বীকৃত। এরা বিগত দিনে সকল উগ্রবাদী সৃষ্টি করেছে তাই এদের সকল ষড়যন্ত্র প্রতিহত ও সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। “আজ শনিবার বিকেলে স্থানীয় শিশু পার্কে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।হানিফ বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। তাই অপেক্ষায় থাকুন প্রত্যেক হত্যার বিচার হবে। ” বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে হানিফ বলেন, “দেশ ছিল অন্ধকারে, তখন বিএনপি সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খাদ্য উৎপাদন ছিল দুই কোটি ৭৬ হাজার মেট্রিকটন, সেখানে আমরা উৎপাদন করেছি তিন কোটি ৯৬ মেট্রিকটন। বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার ১০০ মেগাওয়াট, সেখানে আমরা ক্ষমতায় এসে গত আট বছরে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। ”

মো. শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, আওয়ামী লীগ নেতা এ কে এম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাম্মেল হক মিলন ও এম এ মমিন পাটওয়ারী প্রমুখ।পরে সন্ধ্যায় শফিক মাহমুদ পিন্টুকে সভাপতি ও আ ক ম রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

About Dhakar News

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

শেখ রাসেলের ৬০তম জন্মদিন : শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ...

বিএনপির গণসমাবেশ:রাতভর পুলিশি অভিযানে আটক ২০

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাতভর ...

কোনো ছাড় নয়, ডিসেম্বরের চেয়ে কড়া খেলা হবে : ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ছাড় হবে না। ডিসেম্বরের চেয়ে ...

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৯ অক্টোবর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ ...

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রাষ্ট্রপতি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাসস জানায়, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ...