নির্বাচিত হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝামেলা যেন শেষই হচ্ছে না। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রথম প্রস্তাব পেশ করেছেন দেশটির এক কংগ্রেস সদস্য।এর আগে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ এলেও ইমপিচমেন্ট প্রস্তাব এই প্রথম। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট নেতা ব্র্যাড শেরম্যান ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক আর অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন।ইমপিচমেন্ট বিষয়ে ব্র্যাডের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে স্বাক্ষর করেছেন আরেক ডেমোক্রেট নেতা অ্যাল গ্রিন।মার্কিন কংগ্রেসে অবশ্য এ প্রস্তাব পাস করানো ততটা সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হলে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন।
সূত্র : এএফপি
