উত্তর কোরিয়ার হাতে পরমাণু বোমা তৈরির মতো উপাদান আগে যা মনে করা হতো তার চেয়ে অনেক বেশি রয়েছে বলে মার্কিন এক থিংক ট্যাংক দাবি করেছেন। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা দেশটির প্রধান পরমাণু কেন্দ্রের থার্মাল ইমেজের ভিত্তিতে এ দাবি করা হয়।
ওয়াশিংটনভিত্তিক উত্তর কোরিয়ার ওপর নজরদারিতে নিযুক্ত প্রকল্প ৩৮ নর্থের বিশ্লেষকরা এ দাবি করেন। ইয়ংবিয়নের পরমাণু কেন্দ্রের রেডিওকেমিক্যাল গবেষণাগারের ছবি উপগ্রহ থেকে নেয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত এ ছবি নেয়ার তৎপরতা চালানো হয়।আর এর ভিত্তিতে দাবি করা হচ্ছে, আগে যা মনে করা হতো তার চেয়ে অনেক বেশি প্লুটোনিয়াম হয়ত প্রক্রিয়াকরণ করেছে উত্তর কোরিয়া। পরমাণু বোমা তৈরির জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে প্রক্রিয়াকৃত প্লুটোনিয়াম।এ ছাড়া, দেশটির পরমাণু কেন্দ্রে সেন্টিফিউজগুলোর তৎপরতা চলেছে। এতে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বেড়েছে। পরমাণু বোমার অন্যতম জ্বালানি উৎসও হতে পারে এটি।দেশটির পরীক্ষামূলক হালকা পানির পরমাণু চুল্লির অল্প সময়ের তৎপরতাও চলেছে বলে আলামত পাওয়া গেছে। এতেও নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।-পার্স টুডে